জেগে উঠেই কপালের ভাজে ছাইপাশ
বস্তাবন্দি চিন্তার পাহাড়,
ক্ষনিকের তরে নিমজ্জিত প্রশান্তির
অতলে
যেন ছত্রভঙ জনতার ভিরে বেওয়ারিশলাশ!অতঃপর,
চটি পায়ে জীবন ছুটে জীবন রথে
দুর্বিসহ যাতনায়!
উঠোন আড়াল করে সিঁড়ি ডিঙিয়ে
ধেয়ে আসে দৈনন্দিন জঞ্জাট;
পাশেই পরে থাকে অবলীলায় বেড়ে
উঠা ভালবাসা
আরশোলার মত কিলবিল করে এদিক
ওদিক ঘুরে যায় জৈবিক ক্ষুদা !
গোপন কুঠুরীতে বাক্সবন্দি বিষাদ; কিছু
তিক্ততা ভ্যাবসা গরমে আধোসিদ্ব
ঘুরে ফিরে পথের বাঁকে সেই চিরচেনা
দ্বায়বদ্বতা
আস্তিনের ভাজে ঘর্মাক্ত দুর্গন্দ্ব;
নাভিমুলে চিনচিনে ব্যাথা
বিছায় শুয়ে আধোবোজা চোখে
পাহাড়ের ভার
এক পাশে বালিশের গায়ে পরে থাকে
পিছুটান!
ঝাপসা চশমার ফাঁকে প্রিয় পিতার
করুন চাহনী
মায়ের বুক চাপা আক্ষেপ জমিন ভেদ
করে পৌছে যায় শত শত মাইল গহীনে
আহ! কি নিষ্ঠুর তুমি পৃথিবী !
হাতের রেখার মতই ভাগ্য লিখা হয়ে
যায় কপালে
নতুন প্রভাত; বিহঙের নৃত্য; পরে রয়
নিস্প্রান সীমানায়
সিগারেটের শেষ টানে জ্বলে উঠে
অনিশ্চিত ভবিষ্যত,
দু'বাহু সটান করে অতপর আরো একটি
দিনের শুরু.............শিশির

Comments