এইতো বেশ কাটছে দিন ঘুমহীন রাত ব্যস্তাতায় দিন
অচেনা পথ ঠিকানাবিহীন
একাকি জীবন তুমিহিন
স্নিগ্ধ সকাল রোদেলা দুপুর
সবেতেই যেনো দুঃখ ভরপুর
সুখ টাকে নির্বাসনে দিয়ে
মনো বীণায় তুলেছি করুণ সুর
সেই সুরে তাল মিলিয়ে
ছন্দহীন বেজেছে নুপু্র
দুঃখকে বরণ করে নিয়ে
এইতো আছি বেশ
সুখের জন্য তাই আজ আর
আফসোস নেই লেশ
Comments
Post a Comment